২০ আগস্ট ২০২৩ - ২০:২২
আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি বাড়ানো অব্যাহত রাখবে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি'র শীর্ষ পর্যায়ের একজন কমান্ডার বলেছেন, তার বাহিনী ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়ে চলেছে এবং তা অব্যাহত থাকবে।

গতকাল (শনিবার) ইরানের রাজধানী তেহরানে কমান্ডারদের এক বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন। বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে আরো বলেন, "একটা সময় ছিল যখন শত্রুরা ছিল আগ্রাসী এবং আমরা প্রতিরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকতাম। কিন্তু এখন আমরা হামলা চালানোর অবস্থানে রয়েছি এবং শত্রুরা আমাদের হামলা মোকাবেলার জন্য তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করছে।"

ইরানের এই জেনারেল বলেন, বিশ্বের এমন কিছু পরাশক্তি রয়েছে যাদের সাথে আমরা তৃতীয় পক্ষের মাধ্যমেও কখনো যোগাযোগ করিনি, তারাই আমাদের কাছ থেকে উন্নতমানের সামরিক প্রযুক্তি কিনতে চাইছে।" গতকালের বক্তৃতায় জেনারেল হাজিযাদে আরো বলেন, আইআরজিসি হচ্ছে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা টিকিয়ে রাখার নিশ্চয়তা প্রদানকারী বাহিনী যারা শত্রুর বহু ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।